কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় দুই যুবকের মৃত্যুর ঘটনায় দেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২০) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নাওগাঁও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে হাফিজুল ইসলাম গাজী (২৫)।
গত বছরের ৪ আগস্ট বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিবর্ষণ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অনেক ছাত্র-জনতা আহত হন এবং পরে দুজনের মৃত্যু হয়।
প্রথম ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় হাফিজুল ইসলাম গাজীকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত বছরের ৫ আগস্ট মারা যান। প্রায় ১১ মাস পর নিহতের বড় ভাই আব্দুল হামিদ গাজী বাদী হয়ে ৩০ জুন সোমবার রাতে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, স্থানীয় নেতা ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও প্রায় ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
একই দিন ঘটনার সময় অপর যুবক আব্দুল্লাহ আল মামুন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। ছেলের মৃত্যুর শোকে তার মা পারভীন বেগম মানসিকভাবে ভেঙে পড়েন, ফলে দীর্ঘদিন পরিবার কোনো অভিযোগ বা মামলা করেনি। অবশেষে নিহতের বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে একই ৩০ জুন সোমবার রাতে কালিয়াকৈর থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায়ও প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। এছাড়া আসামী করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাত পরিচয়ের আরও প্রায় ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক সাংবাদিকদের জানান, কালিয়াকৈরে গত বছরের ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available