খেজুরের রসের আনন্দ ভ্রমণেই থামল ২ কিশোরের জীবন
মানিকগঞ্জ প্রতিনিধি: খেজুরের রস খেতে এসে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল ও কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী।২ জানুয়ারি শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সন্দীপ এলাকার মো. জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫)।স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার সন্দীপ এলাকা থেকে মোটরসাইকেলযোগে ১২ থেকে ১৫ জনের একটি দল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস পান করতে আসে। রস খাওয়া শেষে ফেরার পথে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গেড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।মিরাজ সম্প্রতি সাভার সি এফ এম কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ করেছে। অপরদিকে ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।