• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:০৩ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:০৩ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে মেয়রের অপসারণের দাবিতে ১৪ কাউন্সিলরের বিক্ষোভ

২৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০১:৪৩

সৈয়দপুরে মেয়রের অপসারণের দাবিতে ১৪ কাউন্সিলরের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় মেয়রের বিরুদ্ধে নৈতিক পদস্খলন, অনিয়ম, দুর্নীতি ও টোলের টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

২৮ এপ্রিল রবিবার পৌরসভার ১৪ কাউন্সিলররা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সৈয়দপুর রেলওয়ে মাঠে জড়ো হয়। পরে ১৪ জন কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিলকারীরা দুর্নীতিবাজ পৌর মেয়রের অপসারণের দাবিতে স্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিক্ষোভকারীরা।

সমাবেশে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর শাহীন হোসেন, কাউন্সিলর জোবায়দুল ইসলাম শাহীন, কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, কাউন্সিলর আব্দুল খালেক সাবু, মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, কাউন্সিলর আফরোজা ইয়াসমিন, কাউন্সিলর রুবিনা শাকিল, সুধীজন মজিবুল হক, নারী নেত্রী আঞ্জুমান আরা, লোপা চৌধুরী, সনিয়া বেগম, সৈয়দ শাহজাদা আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌরমেয়র রাফিকা আকতার জাহানের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়া সৈয়দপুরবাসীর জন্য লজ্জার। এই মেয়রের নৈতিক পদস্খলন, ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও টোলের টাকা আত্মসাৎ করে গত তিন বছরে শহরে দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন।

ভাঙাচোরা সড়ক উন্নয়ন না করে অর্থ লোপাটের মাধ্যমে তিনি নিজের উন্নয়ন করে চলেছেন। দুর্নীতিবাজ মেয়রের পদে থাকার আর কোন নৈতিক অধিকার তার নেই। বক্তারা দুর্নীতিবাজ ওই মেয়রের অবিলম্বে অপসারণের দাবি জানান। অন্যথায় উন্নয়ন বঞ্চিত সৈয়দপুরবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি জানানো হয় সমাবেশ থেকে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মেয়র রাফিকা আক্তার জাহান সৈয়দপুরের বাইরে থাকায় ফোন রিসিভ করতে পারেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১



বকশীগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
২ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৩৩:২২