কুয়েট ভিসির অপসারণ চেয়ে একদফা কর্মসূচির ঘোষণা
খুলনা ব্যুরো: টানা ৩ দিন রাত-দিন খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালনের পর হলে সিলগালা তালা ভেঙ্গে প্রবেশ করেছে শিক্ষার্থীরা ।১৫ এপ্রিল মঙ্গলবার দুপুর সোয়া ২টায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ৬ হলের তালা ভেঙ্গে শিক্ষার্থীরা ভিতরে ঢুকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা । পরে বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়েই জোর করে প্রথমে খানজাহান আলী হলের গেটে যায়। বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়েই জোর করে তালা ভেঙ্গে শিক্ষার্থীরা হলে প্রবেশ করে।এই হলের তালা ভাঙার পর পর্যায়ক্রমে আন্দোলনকারীরা কুয়েটের সকল হলের তালা ভেঙ্গে ফেলে। এদিকে শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একদফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। ছাত্রদের বিরুদ্ধে মামলার ইন্ধোন, শিক্ষার্থীদের বহিস্কারসহ নানা অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ এর অপসারণ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেন।এ ছাড়া নতুন ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় নতুন তদন্ত কমিটি করার দাবি জানান শিক্ষার্থীরা। হল খুলে দেয়ার দাবিতে ১৩ এপ্রিল দুপুর থেকে প্রশাসিনক ভবনের সামনে রাত-দিন অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।