• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ১২:২৬:২০ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ১২:২৬:২০ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার উদ্বোধন

২৭ মে ২০২৩ বিকাল ০৫:৩৮:৩৯

সৈয়দপুরে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সৈয়দপুরে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা। ২৭ মে শনিবার বিকেলে উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মোখছেদুল মোমিন, নীলফামারী চেম্বার অব কমার্স  ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রাজ কুমার পোদ্দার,  বাংলাদেশ ইন্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিংয়ের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

বাইশিমাস সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় মেলায় সর্বমোট ৮০টি স্টল রয়েছে। এসব স্টলে সৈয়দপুরে তৈরি বিভিন্ন কারখানার যন্ত্রাংশ, তৈরির যন্ত্রাংশ, পাটকলের যন্ত্রাংশ, ময়দা ও অটোরাইস মিলের যন্ত্রাংশ, চকলেট তৈরির মেশিন, সেমাই বানানো মেশিন, ডাল গুড়ার করার মেশিন, বেকারীর লাছা বানানোর মেশিন, পিনিয়াম কাটিং, খরকাটা মেশিনসহ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পেয়েছে। মেলা শুরুর দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শণার্থী ও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

মেলার স্টলগুলো প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলাটি ৩০ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বলে জানান বাইশিমাস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও বাইশিমাস সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ