• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১৫:৩৭ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১৫:৩৭ (11-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১১ মে ২০২৫ সকাল ০৯:০২:০৭

লালমনিরহাটে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের ঐতিহ্যবাহী বাবুপাড়া এম. টি. ইনস্টিটিউট মাঠে রেনেসা ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।

১০ মে শনিবার বিকেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাবেক প্রতিমন্ত্রী ও তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট এইচ. এম. রকিব হায়দার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘জুলাই স্মৃতি আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় ও বেদনাবিধুর অধ্যায়। এই আন্দোলনের মধ্য দিয়েই এক ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছিল। বাবুপাড়া এক সময় ছিল রেলওয়ে কেন্দ্রিক লালমনিরহাটের অন্যতম শিক্ষিত ও সম্ভ্রান্ত এলাকা। আমরা যেন সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি, সেটাই আমাদের কাম্য।’

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। ভবিষ্যতে তরুণরাই এই দেশের নেতৃত্ব দেবে।’

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সানরাইজ স্পোর্টিং ক্লাব ও জনকল্যাণ সংঘ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জনকল্যাণ সংঘ জয় ছিনিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ হাসান।

আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এ নক আউট টুর্নামেন্ট চলবে আগামী ১৭ মে পর্যন্ত। স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে টুর্নামেন্টটি ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ