নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছে ৩ দিনব্যাপী জয়নুল উৎসব
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী জয়নুল উৎসব-২০২৪ ও বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনী চলছে।৯ ডিসেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে আয়োজিত চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ সংলগ্ন চুরুলিয়া মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়।আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড.মো জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন ।আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ মানুষের মনস্তত্ত্বে চারুকলার প্রভাব যে কত খানি তা আমরা জুলাই - আগস্ট বিপ্লবের মাধ্যমে প্রমাণ পাই । চিত্রকর্মের মাধ্যমে জয়নুল আবেদীন বাংলাদেশ সহ সারা পৃথিবী ব্যাপী সমাদৃত । তার কৃতকর্ম মধ্যে সংগ্রাম , দুর্ভিক্ষ চিত্রমালা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করবে সবসময় '।বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, 'শিল্পাচার্য জয়নুল আবেদিন আমাদের চিত্রকলার অন্যতম অংশ এবং জাতির গর্ব। তার শিল্পকর্ম শুধু বাংলার দুঃখ-কষ্ট ও সৌন্দর্যের প্রতিচ্ছবি নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অমূল্য সম্পদ। তরুণ প্রজন্ম তার জীবন ও সৃষ্টিকর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে সৃজনশীলতায় এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এই ধরনের উদ্যোগ জয়নুলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'"আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানের পর শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত বক্তারা ।এছাড়া চারুকলা অনুষদ ও চারুকলা বিভাগের আয়োজনে ৯ ডিসেম্বর শুরু হওয়া বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনীতে আগামী ৩ দিনব্যাপী চারুকলা বিভাগের শিক্ষার্থীদের বছরব্যাপী তৈরি শিল্পকর্ম প্রদর্শিত হবে।