• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:১৭:৪৬ (31-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:১৭:৪৬ (31-Jul-2025)
  • - ৩৩° সে:

খেলা

উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

৩০ জুলাই ২০২৫ সকাল ১০:৫৬:৪০

উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: নারী কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিল। শেষ চার আসর ধরে তারা একক আধিপত্য বিস্তার করে আসছে। এবারও সেই ধারাটা বজায় রেখেছে। আরও একবার শিরোপা জয়ের খুব কাছাকাছি তারা।

ইকুয়েডরের কুইটোতে ৩০ জুলাই বুধবার সকালে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২ আগস্ট শনিবার দিনগত রাত তিনটায় ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।  

ম্যাচের শুরুটা ভালোভাবেই করেছিল উরুগুয়ে। পঞ্চম মিনিটেই বেলেন অ্যাকুইনোর পাসে ওয়েন্ডি কারবায়োর শট দারুণভাবে ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক ক্লাউদিয়া। এরপর ব্রাজিল ঘুরে দাঁড়িয়ে গোল উৎসব শুরু করে। প্রথমার্ধের পুরোটাই ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে।

১১ মিনিটে মার্তার ক্রস থেকে হেডে গোল করেন আমান্দা গুতিয়েরেস। এর ২ মিনিট পর ব্যবধান ২-০ করেন ফরোয়ার্ড জিও গারবেলিনি।

২৪ মিনিটে ইসা হাসকে বক্সে ফাউল করেন ফারিয়াস, পেনাল্টি পায় ব্রাজিল। মাথা ঠান্ডা রেখে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন মার্তা।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশকিছু সুযোগ পায়। ৫১ মিনিটে নিজেদের আত্মঘাতী গোল করে বসে ব্রাজিল, কর্নার থেকে আসা বল ইসা হাসের গায়ে লেগে বল নিজের জালেই জড়িয়ে যায়।

এরপর ৬৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে নিজের দ্বিতীয় গোল করেন আমান্দা। টুর্নামেন্টে এটি তার পঞ্চম গোল। ম্যাচের একদম শেষ দিকে ৮৬ মিনিটে ব্যবধান ৫-১ করেন দুদিনহা। এই জয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও নিশ্চিত করেছে তারা। অলিম্পিকে অংশ নেবে মোট ১৬টি দল।

শনিবার দিনগত রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে ২ আগস্ট সকালে আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে উরুগুয়ে।

মেয়েদের কোপা আমেরিকার দশম আসর এটি। দক্ষিণ আমেরিকার নারীদের এই টুর্নামেন্টে রেকর্ড ৮ বার শিরোপা জিতেছে ব্রাজিল এবং একবার ২০০৬ সালে ঘরের মাটিতে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টটিতে সর্বশেষ ৪ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। টানা পঞ্চম শিরোপা জয়ের খুব কাছাকাছি এখন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা
৩০ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:২৬