নিজস্ব প্রতিবেদক: শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা জিজ্ঞাসা ও জ্ঞানানুশীলণমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় “ইসলাম এবং বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থা” শীর্ষক মাসিক মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উম্মে আল আসফিয়া ও নুসরাত জাহানের সঞ্চালনায় মাহফিলের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন গাউছিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব ও বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান।
তিনি বলেন, মানুষের জন্য কল্যাণকর কোন কর্মই বিদআত নয়। আধুনিক সমাজ ব্যবস্থায় যা কিছু কল্যাণকর তা আমরা সাদরে গ্রহণ করবো। ইসলাম কখনো আধুনিকতা বিরোধী নয়। রাসূল (দ.)-এর যুগে কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সাহাবীদের নতুন নতুন ধ্যানধারণা গুলো খুব সফলভাবে প্রয়োগ করেছেন। একইভাবে বর্তমান আধুনিক যুগে কল্যাণকর বস্তুগত উন্নয়নগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারব না। তবে তা আমাদেরকে যাচাই বাছাই করে ব্যবহার করতে হবে।
এছাড়াও তিনি শিক্ষা, চিকিৎসা, আইন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, হাদিস বর্ণনা ও হাদিস গ্রন্থ রচনায় তথা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইসলামের সোনালী যুগের মহীয়সী মহিলা সুফিদের গৌরবময় অবদানের কথা বিশদভাবে তুলে ধরেন।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাসরিন আকতার, কোরআন তেলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন যথাক্রমে রাজিয়া সুলতানা পপি, উম্মে সায়মা সাদিয়া।
মাহফিলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available