নিউজ ডেস্ক: মসজিদুল হারামে ইতিকাফের জন্য নিবন্ধন চালু হয়েছে। এ বছর ২ হাজার ৫০০ জন ইতিকাফ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে, মসজিদুল হারামাইনের দায়িত্বে নিয়োজিত সৌদি রাষ্ট্রীয় সংস্থা।
মসজিদুল হারামাইন বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, রমজানের প্রথম দিন ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে নিবন্ধন শুরু হয়েছে। ইতিকাফ করতে ইচ্ছুক অনুমোদিত সংখ্যক লোক নিবন্ধিত না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
এ সপ্তাহে শুরুতে মসজিদুল হারামাইন বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান আবদুল রহমান আল সুদাইস বলেছেন, এবারের রমজানে ২ হাজার ৫০০ জনকে ইতিকাফের অনুমতি দেওয়া হবে।
সংস্থাটি টুইটারে জানিয়েছে, ইতিকাফকে অনুমোদন পেতে দ্রুত নিবন্ধন করুন। ইতিকাফের জন্য নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
ইতিকাফ মানে একজন মুসলমানের একমাত্র আল্লাহর ইবাদত ও নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। এটি সাধারণত রমজান মাসের শেষ ১০ দিনে করতে হয়।
ইতিকাফের দায়িত্বে থাকা কমিটি জানিয়েছে, মসজিদুল হারামে ইতিকাফের স্থানগুলো ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available