• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৭:০৯ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৭:০৯ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

নতুন বাংলাদেশের ইশতেহার হবে পথপ্রদর্শক: আখতার হোসেন

৩ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৫৫:৫৯

নতুন বাংলাদেশের ইশতেহার হবে পথপ্রদর্শক: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হবে, সেই ইশতেহার হবে আমাদের পথপ্রদর্শক। সেই ইশতেহার অনুসরণ করে প্রত্যেকটা সংকট এবং সমাধানের পথ আমরা খুঁজে নেবো।

৩ আগস্ট রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির সমাবেশস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েম সব জাতিসত্তাকে সঙ্গে নিয়ে, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

আখতার আরও বলেন, নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আমরা বাস্তবায়ন করে যাবো ইনশাল্লাহ।

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে এনসিপি। বিকেল ৪টার পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করছেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামে মসজিদের উদ্বোধন
৩ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:২৩




৫ আগস্ট দেশের সব পোশাক কারখানা বন্ধ
৩ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৩৮:৪০