• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৫:২৪:০২ (01-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৫:২৪:০২ (01-Jul-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো: নাহিদ ইসলাম

১ জুলাই ২০২৫ দুপুর ১২:৫১:৩৬

জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  

১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে পীরগঞ্জে শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত এর মধ্যদিয়ে শুরু হয়েছে এই পদযাত্রা।

এ উপলক্ষে আজ সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার, তার জন্য এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন—আমরা মানুষের কাছে তুলে ধরবো।

তিনি আরও বলেন, আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা। তার কবরের সামনে দাঁড়িয়েই তিনটি দাবি আবারও করছি। বিচার, সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দিতে হবে। যদি কেউ মনে করে থাকেন, লাখো জনতা ঘরে ফিরে গিয়েছে, তবে জেনে রাখুন জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো।

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধায় পথসভা ও পদযাত্রা করবে এনসিপি। বেলা তিনটায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানীর মোড় পদযাত্রা করে টাউন হলে পথসভা করার কথা রয়েছে।

এর আগে গত রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন। পরে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনসিপির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতারা জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই
১ জুলাই ২০২৫ বিকাল ০৫:০৬:২৭