নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের হেফাজত থেকে গোপনে রাখা ৫২ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
১ জুলাই সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে শিবপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অফিস সহকারী আরিফুল ইসলাম তুহিনের বাসা থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।
পুলিশ জানায়, পূর্বে হস্তান্তরিত অর্থের বিষয়ে অভিযোগের ভিত্তিতে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়- আরিফুল ইসলাম তুহিন (৩১), পিতা: হোসেন আলী, সাং: নামাপাড়া চন্দনবাড়ি, মনোহরদী পৌরসভা, আশিক ভূইয়া (২৫), পিতা: জাকির হোসেন, সাং: খড়িয়া, থানা: শিবপুর। জিজ্ঞাসাবাদে তুহিন তার বাসায় টাকার অস্তিত্ব স্বীকার করে। পরে পুলিশ তার দেওয়া তথ্যানুযায়ী অভিযানে গিয়ে সেখান থেকে ৫২ লক্ষ টাকা উদ্ধার করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। প্রকল্প বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের সরকারি অর্থ হেফাজতে না রেখে বাসায় রাখা গুরুতর অপরাধ। উদ্ধারকৃত অর্থের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একটি লিখিত এজাহার দাখিল করেছেন। যেহেতু বিষয়টি দুদকের সিডিউলভুক্ত, তাই এজাহারটি দুর্নীতি দমন কমিশনের এডি, গাজীপুর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available