• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৮:৩৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৮:৩৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ধ্বংসযজ্ঞ চালিয়ে সরকার উৎখাত করা যাবে না: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক: ধ্বংসযজ্ঞ চালিয়ে কোনো গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।২৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি।ফজলে নূর তাপস বলেন, গণতন্ত্রে কোনো রাজনৈতিক সহিংসতার জায়গা নেই। জ্বালাও-পোড়াও করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না।তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নাশকতার ঠেকাতে কারফিউ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরে ঘরে নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ সময় কারফিউ চলাকালীন সময়ে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।