নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জন কিংবা প্রতিহত করার ঘোষণা গণতন্ত্রকে প্রতিহত কিংবা ঠেকিয়ে দেয়ার ঘোষণার মতো। আসলে বিএনপি দেশে গণতন্ত্র চায় না, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
৮ মে সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, কিন্তু নির্বাচন বন্ধ কিংবা ঠেকিয়ে দেওয়ার সুযোগ নেই। দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দেবে না।
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার উচ্চতা কোন জায়গায় এ সফরের মাধ্যমে বিএনপির অনুধাবন করার দরকার। তার সরকারের প্রতি বিশ্ব অঙ্গনের সমর্থন কোন জায়গায়, তা নিশ্চয়ই বিএনপি অনুধাবন করতে সক্ষম হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাপানে গেছেন, সেই দেশের সরকারের আমন্ত্রণে। জাপান সরকার প্রধানমন্ত্রীকে যে মর্যাদা দিয়েছে, সেটি অভাবনীয়। জাপান আমাদের দেশকে ত্রিশ মিলিয়ন ইয়েন দিয়েছে। রানা প্লাজা প্রকল্পে সহায়তার জন্য সমঝোতা স্মারকে সই করেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিশ্বব্যাংক ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রশংসা করেছেন, তা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণে আবোল-তাবোল বকা শুরু করেছে।
ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, একজন নোবেলজয়ীর বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছেন, পাওনা বুঝিয়ে দেননি বরং অসৎ উপায়ে সেটির সমাধান করার চেষ্টা চালিয়েছেন, এমন অভিযোগও আছে, এটা অত্যন্ত দুঃখজনক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available