• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৩২:৪৪ (18-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৩২:৪৪ (18-May-2024)
  • - ৩৩° সে:

সংগঠন

বাকৃবি ওয়েস্ট টু হোপের বার্ষিক মিট আপ

৪ মে ২০২৪ সকাল ০৯:০১:৪৬

বাকৃবি ওয়েস্ট টু হোপের বার্ষিক মিট আপ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বর্জ্য ব্যবস্থাপনা সমাধানে নিবেদিত একটি সংগঠন 'ওয়েস্ট টু হোপ'। 'বর্জ্য মোকাবেলায় জ্ঞান ভাগকরণ এবং সহযোগিতার মাধ্যমে যুবকদের ক্ষমতায়ন' প্রতিপাদ্যকে সামনে রেখে তারা আয়োজন করে বার্ষিক চেঞ্জমেকারস মিট আপ-২০২৪।

২ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টে ওই মিট আপের আয়োজন করা হয়। বার্ষিক এই মিট আপে ওয়েস্ট টু হোপের সদস্যবৃন্দের সাথে বাকৃবির যুব-নেতৃত্বাধীন ক্লাব এবং সংগঠনের প্রতিনিধিদের একত্রিত করা হয়। এছাড়া  মিট আপে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ব্র্যাকের ইয়ুথ মবিলাইজার নুসরাত জাহান পলি এবং বাকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. তানিউল করিম জীম।

অনুষ্ঠানটির সূচনা হয় আলোচনার মধ্য দিয়ে। বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ চেঞ্জমেকাররা যথাক্রমে প্লাস্টিক দূষণের প্রভাব এবং প্লাস্টিক-মুক্ত ভবিষ্যতের উদ্ভূত পরিস্থিতির সমাধান নিয়ে আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বায়োডিগ্রেডেবল বিকল্প, বর্জ্য থেকে শক্তি প্রযুক্তি এবং সম্প্রদায়-ভিত্তিক পুনর্ব্যবহারযোগ্য উদ্যোগ বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও কার্যকর যোগাযোগ এবং কৌশল যেমন প্লাস্টিক দূষণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি বিষয়েও আলোকপাত করা হয়।

দূষণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতায় কার্যকর সমাধানের পাশাপাশি নারী ও পুরুষ উভয়ের সমান অবদান নিশ্চিত করা নিয়েও আলোচনা করা হয় ওই মিট আপে। আলোচনা সভা শেষে একটি কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় ওই মিট আপ।

ওয়েস্ট টু হোপের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম সাজ্জাদ উল ইসলাম বলেন, বাকৃবির বিভিন্ন ক্লাব ও সংগঠন থেকে এখানে অনেক তরুণ-তরুণীকে জড়ো হতে দেখে আমরা রোমাঞ্চিত। আমরা এই মিট আপ প্রোগ্রামের মাধ্যমে অন্যান্য সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তাদের পরিকল্পনাগুলো শুনেছি। সেগুলো বাস্তবায়নে যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য ক্লাবগুলোর একত্রে কাজ করার ক্ষেত্রে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করা এবং একত্রে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বদ্ধ পরিকর। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বৃষ্টিতে সস্তি এসেছে সিলেটে
১৮ মে ২০২৪ সকাল ০৮:১৫:০৬