নিউজ ডেস্ক: মাদক ব্যবসার সঙ্গে জনপ্রতিনিধি, প্রভাবশালী যেই জড়িত থাকুক কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন।
৪ জুন রোববার বেলা ১১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
গত ৩০ মে মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের অস্ত্রের আঘাতে আহত হন র্যাব সদস্য উত্তম কুমার রায়। তার শারীরিক অবস্থা, চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে যান র্যাব মহাপরিচালক।
এ সময় তিনি বলেন, বর্তমানে উত্তম কুমারের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। এই ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও অভিযান চলছে। জঙ্গি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।
খুরশীদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত র্যাবের ৩৩ জন সদস্য নিহত এবং এক হাজারের বেশি সদস্য আহত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available