এশিয়ান ডেস্ক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। ফলে এখন থেকে দেশের ৬৫ হাজার ৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষক দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
এ নিয়ে ২৮ জুলাই সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব খালেদা নাছরিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫৫০২ জন প্রধান শিক্ষকদের বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো–
*প্রশাসনিক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টার সদয় সম্মতি গ্রহণ করতে হবে;
*এই বেতন গ্রেড উন্নীতকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ করতে হবে;
*এই বেতন গ্রেড উন্নীতকরণে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে;
*অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক পদগুলোর বেতনস্কেল যাচাই/নির্ধারণ করতে হবে;
*প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা পালনপূর্বক বেতন গ্রেড উন্নয়নের চার কপি সরকারি আদেশ (জিও) জারি করে জারি করা জিওতে অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কন গ্রহণ করতে হবে;
*মন্ত্রণালয়/বিভাগ/অফিসের বিদ্যমান টিওঅ্যান্ডইতে বেতন গ্রেড উন্নয়নের পদগুলো অন্তর্ভুক্ত করে টিওঅ্যান্ডই হালনাগাদ রতে হবে;
*পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে নিয়োগবিধি সংশোধন করতে হবে;
*প্রশিক্ষণবিহীন সব প্রধান শিক্ষককে এ পদে যোগদানের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বিটিপিটি প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে; এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সব শর্ত পালন করতে হবে।
এতে বলা হয়েছে, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো। গৃহীত উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরো সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available