নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করণীয় তা আমরা সামর্থ্য অনুযায়ী করব। আমাদের চেষ্টার কোনো অভাব থাকবে না। তবে আমরা এককভাবে কিছু করতে পারব না। আমাদের সহযোগী প্রশাসন এবং পুলিশকে তাদের দায়িত্ব শক্তভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষে এতো সমস্যা সমাধান করা সম্ভব না। কিছু ক্ষেত্রে আপনাদের নিজেদেরকেই আত্মরক্ষার্থমূলক বা যেটা করণীয় সে পদক্ষেপ নিতে হবে।
১০ মে বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, মাঠে যখন খেলা হবে তখন ২ পক্ষকেই খেলতে হবে। কেউ কালো টাকা বিতরণ করলে আরেকজনকে তা প্রতিহত করার চেষ্টা করতে হবে। নির্বাচন কমিশন বা পুলিশ এসে রাতারাতি সেটা প্রতিহত করবে, অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। এই কালো সংস্কৃতি থেকে আমাদের ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের দিকে বিশ্ব তাকিয়ে রয়েছে। আমাদের নির্বাচন নিয়ে ইউরোপ-আমেরিকা কথা বলছে। কাজেই গাজীপুরের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, জাতীয় নির্বাচনের আগে এত বড় পরিসরে একটি নির্বাচন অনেক গুরুত্ব বহন করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available