নিজস্ব প্রতিবেদক: অবশেষে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত হচ্ছে পদ্মা সেতু। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে সেতু পারপার হতে পারবে মোটরসাইকেল।
১৮ এপ্রিল মঙ্গলবার একনেকের সভা শেষে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে। সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলতে পারবে মোটরসাইকেল।
সেতুমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে যদি মোটরসাইকেল চালকরা নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available