উন্নয়নের গতিধারায়
মেট্রোরেলের চাকা
উদ্বোধনের মধ্যদিয়ে
প্রাণ পেল এই ঢাকা।
যানের গ্যাঁড়াকলে নাকাল
ছিলো ঢাকাবাসী
দু:খ দূরে ঠেলে এবার
সবার মুখে হাসি।
ব্যবহার সতর্কতা
নিয়ম-কানুন মেনে
চলাফেরা করলে তবেই
সুফল পাব ট্রেনে।
মেগা যত প্রকল্প- সব
বাস্তবে তা এলে
মুক্তি পাব ক্ষুধা থেকে
দরিদ্রতা ঠেলে।
লেখক : মোহাম্মদ শেখ কাদির
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available