• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:২৬:৪৮ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:২৬:৪৮ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

আইন-আদালত

আদালত অবমাননার মামলায় ডিসি-এডিসিসহ ৪ কর্মকর্তার ১ মাসের জেল

২৮ জুলাই ২০২৫ দুপুর ১২:২৭:৪৭

আদালত অবমাননার মামলায় ডিসি-এডিসিসহ ৪ কর্মকর্তার ১ মাসের জেল

হবিগঞ্জ প্রতিনিধি: আদালত অবমাননার একটি মামলায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে এক মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

২৭ জুলাই রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. তারেক আজিজ এ রায় দেন।

আদালতের পেশকার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৮ সালে একটি জমি আদালতের রায়ের পরও বাদীকে বুঝিয়ে না দেয়ায় আব্দুল হামিদ নামে এক ব্যক্তি উল্লেখিতদের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা করেন। উক্ত মামলায় রোববার আদালত আসামিদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ১৯৯৫ সালে একটি স্বঃত্ত্ব মামলা দায়ের করেন। উক্ত মামলায় ২০০৭ সালের শেষের দিকে আদালত তার পক্ষে ডিক্রি (রায় দেন) জারি করেন।

আদালত উক্ত সম্পত্তি বাদীকে বুঝিয়ে দিতে তৎকালীন জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে নির্দেশ দেন। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে তার উক্ত জমি ওই কর্মকর্তারা বুঝিয়ে দেননি। পরবর্তীতে ২০০৮ সালের ১১ আগস্ট আব্দুল হামিদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত রোববার কারাদণ্ডের আদেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শ্রীপুরে ৬ ডাকাত গ্রেফতার
২৯ জুলাই ২০২৫ দুপুর ০১:১৮:০৮