• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে আষাঢ় ১৪৩২ দুপুর ০২:৪৩:৫৩ (03-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে আষাঢ় ১৪৩২ দুপুর ০২:৪৩:৫৩ (03-Jul-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ অন্তত ৪৩ জন

৩ জুলাই ২০২৫ সকাল ০৯:১২:৫৭

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ অন্তত ৪৩ জন

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা।

জানা যায়, ২ জুলাই বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। প্রায় ৩০ মিনিট পর সেটি সাগরে ডুবে যায়।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বিএএসএআরএনএএস) এক বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল। এর মধ্যে ১৪টি ছিল ট্রাক।

বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এ পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন। এছাড়া ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত থেকেই নয়টি উদ্ধারকারী নৌযান নিখোঁজদের সন্ধানে কাজ করছে। সাগরে ঢেউয়ের উচ্চতা দুই মিটার পর্যন্ত উঠছিল, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফেরি দুর্ঘটনা ইন্দোনেশিয়ায় নিয়মিত ঘটনা। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং মানুষজন দ্বীপ থেকে দ্বীপে যাতায়াতে ফেরির ওপর নির্ভর করে। অনেক সময়ই এসব নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’
৩ জুলাই ২০২৫ সকাল ১০:৪৪:২১