চৌহালীতে যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মিরাজুল ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। মিরাজ বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।৬ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ (ভূতের মোড়) এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। রাত ৮ টা পর্যন্ত মিরাজুলের কোন খোঁজ পাওয়া যায়নি।নিখোঁজের যুবকের ফুফাতো ভাই মো. মামুন জানান, বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মিরাজুল ইসলাম ছোট বোনদের সাথে বিকেলের দিকে যমুনা নদীতে গোসল করতে যায়। তবে সবার অগোচরে নদীর স্রোতের সাথে ভেসে যায়। মিরাজ কিছুটা শারীরিক প্রতিবন্ধী থাকায় সে উঠতে পারেনি। এখনো ফায়ারসার্ভিস বা ডুবুরি দলের কেউ উদ্ধারে আসেনি।তবে চৌহালীর ইউএনও মো. মেস্তাফিজুর রহমান জানান, চৌহালীতে ফায়ারসার্ভিস বা ডুবুরিদল না থাকায় টাঙ্গাইলে যোগাযোগ করা হয়েছে। আশা করছি তারা এসে দ্রুত সময়ে উদ্ধার অভিযান চালাবে।