• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:০৩:৫৮ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:০৩:৫৮ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে মকস বিলে নৌকাডুবি : একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বন্ধু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।২৬ জুলাই শনিবার সকালে ডুবুরিদল সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৮)-এর লাশ উদ্ধার করে।এর আগে শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি নৌকায় করে মকস বিলে ঘুরতে যান। এ সময় হঠাৎ তীব্র বাতাসে নৌকাটি ডুবে যায়। এতে তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে।এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন কালিয়াকৈর উপজেলার কারুল সুরিচালা এলাকার শফিক মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮) ও একই গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯)।নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে আমাদের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।