নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
৩ মে শনিবার রাতেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন- মো. ওসমান (১৬) ও মো. আব্দুল (১৫)। নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামে মো. শহিদুলের ছেলে। বর্তমানে নাসিক ৮নং ওয়ার্ডের এনায়েত নগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, শনিবার ৩ মে রাতেই নিহত ইয়াসিনের বন্ধু সানিসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available