ঘূর্ণিঝড় ‘মোখা’
নিজস্ব প্রতিবেদক: উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ এবার মিয়ানমারের স্থলভাগে আঘাত হেনেছে। ইতোমধ্যে দেশটির রাখাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
১৪ মে রোববার দুপুরের দিকে মোখার অগ্রভাগ বাংলাদেশ উপকূল অতিক্রম করে। এসময় পুরোপুরি আক্রান্ত হয় টেকনাফ ও সেন্টমার্টিন।
প্রচন্ড ঝড়-বৃষ্টির সঙ্গে ভয়ঙ্কর রুপ নেয় সাগর। টেকনাফে উপড়ে যায় গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন স্থানে বেশ কিছু বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে।
সর্বশেষ খবর অনুযায়ী গাছচাপা পড়ে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১৪ মে রোববার দুপুরে সেন্টমার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
কক্সবাজার উপকূলে প্রায় ১০০ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এই জেলায় ১০ নাম্বার মহাবিপদ সংকেত জারি আছে উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে, মোখার গতি নেমে এসেছে ১৮০ কিলোমিটারে। বিকাল নাগাদ এর মূল ভাগ উপকূল অতিক্রম করবে। এরপর ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়বে।
আগামী ২৪ ঘণ্টা দেশজুড়ে ভারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available