নিউজ ডেস্ক: যুক্তরাজ্য ও কমনওয়েলথভুক্ত দেশের রাজা এবং রানি হিসেবে তৃতীয় চার্লস ও তার পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ মে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সাথীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে ওয়াশিংটন থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে। এসময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছোট বোন শেখ রেহানাও তার সাথে রয়েছেন। পরে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম লন্ডন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এলিসন ব্ল্যাকবার্ন । প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থানকালীন সময়ে কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়াও যোগ দেবেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি অনুষ্ঠান এবং একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ও মার্কিন ব্যবসায়ী নেতাদের সাথে গোলটেবিল বৈঠক করেন। পরে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে বৈঠক করেণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ মে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available