• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:২৩:০৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:২৩:০৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্যায় তিন শতাধিক নিহত

১২ মে ২০২৪ সকাল ০৯:০০:৫৪

আফগানিস্তানে বন্যায় তিন শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে মৌসুমি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জন।

১১ মে শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ খাদ্য সংস্থা।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট বলেন, দেশটির জলবায়ু সংকটের জন্য তাৎক্ষণিক সহায়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

এ ব্যাপারে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে বন্যায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে সুরক্ষিত বিস্কুট ও খাবার বিতরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, শত শত মানুষ এ বন্যায় আত্মহত্যা করেছেন। এছাড়া অনেকেই আহত হয়েছেন।

তিনি বলেন, বাদাখশান, বাঘলান, ঘোর ও হেরাত প্রদেশের অবস্থা খুবই খারাপ। এই এলাকায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

জাবিহুল্লাহ মুজাহিদ আরও জানিয়েছেন, মরদেহ উদ্ধার, আহতদের চিকিৎসা প্রদানসহ যাবতীয় কর্মকাণ্ড দ্রুত করার নির্দেশ দিয়েছে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ
২৭ জুলাই ২০২৪ সকাল ০৯:২৪:৫২