• ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:৫৫:৫২ (19-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:৫৫:৫২ (19-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০ জন

৮ মে ২০২৪ দুপুর ১২:২৪:১৭

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০ জন

স্টাফ রিপোর্টার, নরসিংদী: ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নরসিংদী সদর ও পলাশ এই দুই উপজেলার ভোটগ্রহণ চলছে। সকালে ভোটারের উপস্থিত কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিত বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নরসিংদীর পাঁচদোনায় কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকালে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

৮ মে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানিয়েছেন, নরসিংদী সদর ও পলাশ উপজেলার ৭ লাখ ১৯ হাজার ৮৮৭ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এতে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২৮৩টি ভোট কেন্দ্র রয়েছে। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি'র ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ