• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:৩৬:৪৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:৩৬:৪৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন সেই ইউপি সদস্য

৮ মে ২০২৪ দুপুর ০১:০২:৩৬

সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন সেই ইউপি সদস্য

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা নির্বাচনী প্রচারণা সভায় সকলকে ব্যাগে করে অস্ত্র নিয়ে কেন্দ্রে যাওয়ার কথা বলে ভাইরাল হওয়া বিনাউটি ইউপি সদস্য মো. কবির হোসেন এবার নিজের ভুল স্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন।

৭ মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর মোড়ে তার নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ভুল স্বীকার করে এলাকাবাসী ও ভোটারদের নিকট তিনি ক্ষমা প্রার্থনা করেন।

এ সময় ইউপি সদস্য কবির হোসেন আরও বলেন, ‘তিনি ওই প্রচারণা সভায় ভোটারদের উদ্দেশ্যে ওই বক্তব্যে অস্ত্র বলতে তিনি ভোটারদের ভোটার আইডি কার্ডকে ব্যাগে করে কেন্দ্রে নিয়ে যেতে বলেছেন। দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বুঝানো হয়নি। এরপরও তিনি ভাষাগত কারণে শব্দটি নির্বাচনী আচরণবিধি বহির্ভূত বলে স্বীকার করেন এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও ভোটারদের নিকট বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।’

গত ৩ মে শুক্রবার সন্ধ্যায় বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপনের কাপ-পিরিচ মার্কার প্রচারণা সভায় ইউপি সদস্য কবির হোসেন তার বক্তৃতায় নির্বাচনের দিন প্রত্যেককে ব্যাগে করে যার যার অস্ত্র নিয়ে কেন্দ্রে যাওয়ার ঘোষণা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করেন একাধিক সমর্থক।

তার বক্তব্যটি ভাইরাল হলে বিষয়টি প্রতিপক্ষ প্রার্থীরা প্রশাসনের নজরে আনেন। পরে উপজেলা প্রশাসন তাকে ডেকে এনে তার এই সহিংস ঘোষণার কারণ জানতে চাইলে তিনি ভুলবশত বলে ফেলেছেন বলে ক্ষমা প্রার্থনা করেন এবং এমন আচরণ আর কখনো করবেন না বলে প্রতিশ্রুতি দেন।

এরই মধ্যে তার এই বক্তব্যটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তিনি বিব্রতকর পরিস্থিতির শিকার হন। পরে তিনি এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও ভোটারদের বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তার ভুল স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ