• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৮:১৫:৪৭ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৮:১৫:৪৭ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

যুক্তরাজ্যের স্থানীয় সরকারে ২ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত

১৪ মে ২০২৩ দুপুর ০১:২৫:৪৬

যুক্তরাজ্যের স্থানীয় সরকারে ২ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক: লিভারপুল ও চেস্টারে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনে বাংলাদেশিরা ধারাবাহিক ভালো ফলাফল করছেন।  গত ৫ মে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লিভারপুল ও চেস্টার সিটি থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ২ বাংলাদেশি বংশদ্ভূত বৃটিশ নাগরিক।

লেবার পার্টির মনোনয়ন নিয়ে লিভারপুলের এইজ হিল থেকে প্রথমবারের মতো স্থানীয় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন পাটোয়ারী। একই দল থেকে নির্বাচনে অংশ নিয়ে চেস্টার সিটির আপটন থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার।

নাজমুল হোসেন পাটোয়ারী লিভারপুল লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক। তার বাবা এসএম আবুল হাসেম পাটোয়ারীর একজন মুক্তিযোদ্ধা এবং নোয়াখালীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে নাজমুল চতুর্থ।

অন্যদিকে, শিরিন আক্তার যুক্তরাজ্যের চেস্টার সিটির স্থানীয় নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন। লেবার পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণকারী শিরিন চেস্টার সিটির আপটন এলাকার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের ইতিহাসে তিনিই বাংলাদেশী বংশদ্ভূত প্রথম নির্বাচিত নারী কাউন্সিলর। বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন আক্তার সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুঁশিয়ার উল্লাহ ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে।

বাংলাদেশী এ ২ কাউন্সিলরের বিজয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির সবাই এখন উচ্ছ্বসিত। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে হাবিপ্রবি
২৯ মার্চ ২০২৪ সকাল ০৭:৩৮:০৮