• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৩৯:৫৮ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৩৯:৫৮ (13-May-2025)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

ভারতে দশ নারীসহ আঠারো বাংলাদেশি গ্রেফতার

৪ মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৭:৫৬

ভারতে দশ নারীসহ আঠারো বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের মহারাষ্ট্রে দশ নারীসহ আঠারো বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদেরকে থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। অবৈধভাবে বসবাস করার অভিযোগ তাদেরকে গ্রেফতার করা হয়।

৪ মার্চ শনিবার স্থানীয় প্রশাসনের সূত্রে এ খবর জানা গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানায়, পহেলা মার্চ অভিযান চালিয়ে আঠারো জনকে ধরা হয়। নাভি মুম্বাইর ঘনসলি এলাকায় বিয়ের অুনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে, এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে দশ নারীসহ আঠারো বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

পুলিশ দাবি করেছে, আটকদের মধ্যে ১০ জন নারী ও আটজন পুরুষ রয়েছেন। কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়াই তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বসবাস করছেন।

এরইমধ্যে গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে বলেও জানা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাবেক এমপি মমতাজ গ্রেফতার
১৩ মে ২০২৫ রাত ১২:৩৬:৪৪