মালদ্বীপ প্রতিনিধি: সদ্য মালদ্বীপের অষ্টম জাতীয় প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে পিপিএম-পিএনসি জোট। এ জোটের কেবিনেটে অর্থ প্রতিমন্ত্রী হয়েছেন আহমদ সাঈদ মোস্তফা।
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় মালদ্বীপে বাঙালি অধ্যুষিত হুলহুমালে এলাকার তান্দুরি ফিল্ম রেস্টুরেন্টে আয়োজিত নৈশভোজে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেন মালদ্বীপের নবনির্বাচিত অর্থ প্রতিমিন্ত্রী। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রবাসীরা।
প্রবাসীদের এমন আয়োজন আবেগাপ্লুত হয়েছেন মালদ্বীপের অর্থ প্রতিমন্ত্রী।
এসময় তিনি বলেন, সত্যি আমি অবাক হয়েছি, আপনাদের ভালোবাসায়। সেই সাথে আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশি ভাইয়েরা মালদ্বীপ প্রবাসীদের বৃহত্তম একটি জনগোষ্ঠী। মালদ্বীপের অবকাঠামোগত অগ্রগতি এবং সাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি ভাইদের কঠোর পরিশ্রমে হয়েছে।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশের বন্ধুসুলভ জনগণ এবং মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসীর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।
মালদ্বীপের অর্থ প্রতিমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউ এস বাংলা এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. আরিফুল ইসলাম, হাজী আল আমিন, সোহেল বিন রাজ্জাক, মাহবুব আলম, মিজানুর রহমান মজনু, রিয়াদ হোসেন, জাকির আহমেদ, মিজানুর রহমান, কাইয়ুম সিকদার, সাদেক খাঁন, জিহাদ হোসেন, মিরাজ হোসেন প্রমুখ।
সবশেষে, আগত অতিথিদের নৈশভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available