• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৪:২৯ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৪:২৯ (09-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফুলবাড়ীতে অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ

৮ মে ২০২৫ সকাল ০৮:৫৪:৫৮

ফুলবাড়ীতে অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে ১ টি করে বকনা গরু বিতরণ করা হয়েছে।

৭ মে বুধবার সকাল ১১টায় ফুলবাড়ি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে পালনের উপযুক্ত বকনা গরু বিতরণ করা হয়।

গরু বিতরণ অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সারোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, এলুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, ফুলবাড়ী পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব আবুল বাশার, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রাসেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বকনা গরুর পাশাপাশি প্রতিটি গরুপ্রাপ্ত ব্যক্তিকে চার বস্তা করে গরুর খাবার দেওয়া হয় এবং গরু রাখার অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ