• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৪২:২৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৪২:২৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ফুলবাড়িতে অনিয়মের কারণে গরু বিতরণ স্থগিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ‌গোষ্ঠীর মানুষদের মাঝে বকনা গরু বিতরণের কার্যক্রম স্থাপিত করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গরুর ওজন এবং বয়স ঠিক না থাকায় এই বিতরণ স্থগিত করা হয়েছে।দেড় বছর বয়সী ১০০ কেজি ওজনের গরু দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান জেনটেক ইন্টারন্যাশনাল গরু নিয়ে আসে ৬০-৬৫ কেজি ওজনের, বিষয়টি স্থানীয় সাংবাদিকরা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে প্রকাশ করলে সেখানে সমালোচনা শুরু হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গরু বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়।জানা যায়, জেনটেক ইন্টারন্যাশনাল কোম্পানি আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রকল্পের দায়িত্ব পায়। প্রকল্পটি ২৬ সাল পর্যন্ত চলমান থাকবে। ১০০ কেজির জায়গায় ৬০-৫৬ কেজি গরু আনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ অন্যায় কোনভাবেই মেনে নেওয়া যায় না, তাই এই গরু কোনভাবেই বিতরণ করা যাবে না।এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন জানান, আমরা নির্দেশনা অনুযায়ী গরু না পাওয়ায় বিতরণ কার্যক্রম স্থগিত করেছি।ঠিকাদারের পক্ষে সাপ্লাইয়ার ওমর ফারুক বলেন, আমাদেরকে যেভাবে ঠিকাদার গরু আনতে বলেছে, আমরা সেভাবেই এনেছি।