নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ১৭৯৩ জন। নুতুন সনাক্তদের মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮৪ জন আরা ঢাকার বাইরে ১২০৯ জন। ২৯ সেপ্টেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, দেশে বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ৫২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ঢাকায় ৩ হাজার ২৮৩ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ২৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
দেশে চলতি বছড় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ লাখ ৯৮১ জন বিভিন্ন হাসপাতে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৮২ হাজার ৪৭১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ১৮ হাজার ৫১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
চিবিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। এদের মধ্যে ঢাকায় ৭৮ হাজার ৫৫৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ১১ হাজার ৯২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available