• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩০:০৮ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩০:০৮ (11-May-2025)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য

ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৯৮

১৬ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৮:৪০

ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৯৮

ডেস্ক নিউজ: গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫৯৮ জন।

১৬ সেপ্টেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮১ জন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৭১৭  জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকায় ৪ হাজার ২০৮ জন এবং অন্যান্য বিভাগে ৬ হাজার ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭২ হাজার ৩৩৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯২ হাজার ১৭৮ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জন। ঢাকায় ৬৭ হাজার ৬২৪ এবং ঢাকার বাইরে ৮৫ হাজার ৮০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০৪ জনের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ