• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:২২:৫১ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:২২:৫১ (02-May-2024)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য

ডেঙ্গুতে সারাদেশে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৯

১০ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৫৭:০২

ডেঙ্গুতে সারাদেশে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৯

হেলথ ডেস্ক: গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৫৯ জন ভর্তি হয়েছেন।

১০ ডিসেম্বর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকায় ৫৮০ জন এবং অন্যান্য বিভাগে ১ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৮ হাজার ২৩৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৩ হাজার ২৮০ জন। ঢাকায় ১ লাখ ৭ হাজার ৪৬০ এবং ঢাকার বাইরে ২ লাখ ৫ হাজার ৮২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৬১ জনের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ফের কমলো এলপি গ্যাসের দাম
২ মে ২০২৪ বিকাল ০৫:০৩:৪৬