• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৩:৫০:০৪ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৩:৫০:০৪ (17-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘কক্সবাজার হবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার’

২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:০০:৪৭

‘কক্সবাজার হবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার’

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেছেন, মাস্টারপ্ল্যান প্রকল্পের আওতায় কক্সবাজারকে আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা হবে।

২ মে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের অর্জনে কক্সবাজারের পর্যটন শিরোনামে চ্যালেন্জ ও ট্যুরিস্ট পুলিশের ভূমিকা নিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের কনফারেন্স রুমে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন ও প্রধান আলোচক ছিলেন ট্যুরিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ও ভ্রমণ বিষয়ক পত্রিকার সম্পাদক আবু সুফিয়ান।

কমোডর নুরুল আবছার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমদের ভূয়সী প্রশংসা করে বলেন, কক্সবাজারের ট্যুরিজম ও নিরাপত্তা উন্নয়নে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ অগ্রণী ভুমিকা পালন করে আসছে। এটি কক্সবাজারবাসী আজীবন সুফল ভোগ করবে।

এ সময় কউক চেয়ারম্যান কক্সবাজারকে পজেটিভলি উপস্থাপন করার জন্য কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামানা করেন।

গোল টেবিল বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার হোটেল মোটেল রেস্তুরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাসেম সিকদার, হোটেল রামাদা প্রতিনিধি মুহাম্মদ সাহাদাত হোছাইন, শালিক রেস্টুরেন্টের মালিক মুহাম্মদ নাছির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল আহাম্মদ, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক আমিন, আমাদের সময় মিডিয়া গ্রুপের কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক কক্সবাজার সংবাদের বার্তা সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেলসহ অনেকে।

এ সময় পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধিগণ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ