• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই চৈত্র ১৪৩১ সকাল ০৬:২৫:২৪ (25-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই চৈত্র ১৪৩১ সকাল ০৬:২৫:২৪ (25-Mar-2025)
  • - ৩৩° সে:

খেলা

মেসির গোলে জয়ে ফিরল মায়ামি

১৪ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০৩:৪৬

মেসির গোলে জয়ে ফিরল মায়ামি

স্পোর্টস ডেস্ক: স্পোর্টিং কেসির মুখোমুখি হওয়ার আগে পাঁচ ম্যাচ ধরে জয় পাচ্ছিল না ইন্টার মায়ামি। এর মধ্যে ৩টি ম্যাচেই হেরে বসে তারা। সবশেষ ম্যাচে হেরেছিল মন্টেরির বিপক্ষে। সেই মায়ামি লিওনেল মেসির গোলে জয়ে ফিরল।

১৪ এপ্রিল রোববার স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৫ গোলের থ্রিলারে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে মায়ামি। গোল করেছেন দলের মূল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। অন্য গোলটি দিয়োগো গোমেজের পা থেকে এসেছে।

৫ গোলের থ্রিলারে শুরুতেই এগিয়ে যায় স্পোটিং কানসাসই। ম্যাচের ষষ্ঠ মিনিটে মায়ামির জালে বল জড়ান এরিক থম্ময়। এদিন আরেকটি গোল করেন এরিক। ম্যাচের ৫৮তম মিনিটে তার পা থেকে গোলটি আসে।

পিছিয়ে পড়ে ম্যাচের ১৮তম মিনিটে সমতায় ফেরে মেসিরা। দলকে সমতায় ফেরান দিয়োগো গোমেজ। এরপর বিরতি থেকে ফিরে মেসির দুর্দান্ত গোলে লিড নেয় মায়ামি। চলতি মৌসুমে মায়ামির হয়ে মেসির পঞ্চম গোল এটি।

এরপর এরিকের গোলে ফের সমতায় ফেরে স্পোর্টিং কানসাস। তবে ম্যাচের ৭১তম মিনিটে গোমেজের অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তামিমের জন্য তারেক রহমানের দোয়া
২৪ মার্চ ২০২৫ রাত ০৮:৩৬:৪৬





ফকিরহাটে যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৪ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৩৭