• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০১:০০:২৭ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০১:০০:২৭ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

আমতলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাদক থেকে সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার বিকাল ৫টায় আমতলী সরকারি আরমান খোর্শেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণ করেন বরিশাল সোনালী অতীত ক্লাব ও আমতলী প্রবিন একাদশ। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি।খেলায় বরিশাল সোনালী অতীত ক্লাব ১ গোলে আমতলী প্রবীণ একাদশকে পরাজিত করে। খেলায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলার জনপ্রতিনিধিরা ও প্রশাসনের কর্মকর্তারা।এ সময় আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য। এ সময় তিনি সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকলকে আহ্বান জানান।