• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:১৬ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:১৬ (09-May-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

চাকরিজীবী দম্পতির শখের ছাদ বাগান মেটাচ্ছে পরিবারের পুষ্টির চাহিদা

৯ মে ২০২৫ দুপুর ১২:১৭:৩৮

চাকরিজীবী দম্পতির শখের ছাদ বাগান মেটাচ্ছে পরিবারের পুষ্টির চাহিদা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: স্বামী সন্জীব সুশীল ডিপ্লোমা কৃষিবিদ। স্ত্রী শিক্ষিকা নিবেদিতা শর্মা চাকরির পাশাপাশি সংসার সামলাচ্ছেন, পাশাপাশি স্বামীর গড়ে তোলা শখের ছাদ বাগানেরও যত্ন নিচ্ছেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার দম্পতির গড়ে তোলা এই দম্পতির ছাদ বাগানের সফলতা দেখতে আজকাল অনেকেই আসছেন, ঘুরে ঘুরে দেখেন পুরো বাগান। তাদের দেখে অনেকে ছাদ বাগান শুরু করেছেন। 

সরেজমিন সন্জীব সুশীলের পাকা ভবনের তৃতীয় তলায় গিয়ে দেখা যায়, ছাদজুড়ে বারোমাসি ফলের পাশাপাশি রয়েছে মৌসুমী ফল ও সব্জি।

কথা হয় কৃষিবিদ সনজীব সুশীলের সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, প্রথমে শখের বশে বাগান শুরু করেন। পরে চিন্তা করেন পরিবারে প্রতিদিন ভাতের সঙ্গে তো সব্জি প্রয়োজন। অধিকাংশ কৃষক বাণিজ্যিকভাবে সব্জি ফলিয়ে বাজারজাত করছে, তাতে অতিমাত্রায় বিষ ও রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই বিষমুক্ত সব্জির জোগান মেটাতে ও ছাদের সৌন্দর্য্যবর্ধনে তিনি ছাদ বাগান শুরু করেন।

তিনি আরও জানান, বাগানে নানা জাতের আমের মধ্যে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, সূর্য ডিম, কাটিমন, ক্ষীরসাপাত ব্ল্যাকস্টোন। এছাড়া অন্যান্য ফলের মধ্যে রয়েছে আপেলকুল, বাউকুল, থাই পেয়ারা, আমড়া, থাই আমড়া, মিষ্টি কামরাঙ্গা, আমলকি, সীডলেস লেবু, কলম্বো লেবু, এভোকাডো, থাই সফেদা। রয়েছে নানা রকম ফুল গাছ।

তিন বছর আগে থেকে তার ছাদ বাগান শুরু। শুধু বাড়ির ছাদেই নয়, বাড়ির আশপাশেও রয়েছে গাছ। ছাদে বাগানের পাশাপাশি রয়েছে কবুতর খামার। বাগানের ছায়ায় রয়েছে কিড্স কর্নার। পড়ন্ত বিকেলে শিশুরা এখানে খেলা-ধুলা করে।

সন্জীব সুশীলের স্ত্রী নিবেদিতা শর্মা বলেন, বাগান থেকে কোনো কিছু বিক্রি করা হয় না। পরিবারের জন্য ভেজালমুক্ত ফল ও শাকসবজির চাহিদা মেটানোর পর আত্মীয়-স্বজনের বাড়িতেও দিতে পারি।

উপজেলা কৃষি দপ্তরের রাঙ্গুনিয়া পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাস বলেন, যিনি ছাদ বাগান করেছেন তিনি একজন ডিপ্লোমা কৃষিবিদ। উনার বেশ অভিজ্ঞতা রয়েছে ছাদ কৃষিতে। কৃষি কার্যালয় থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ