জবি প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের ফিল্ম ফেস্টে দর্শকপ্রিয়তার পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এইচআইভি গার্ল। ৩ মিনিট দৈর্ঘের এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রওনাকুর সালেহিন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ভিডিও কন্টেন্ট ফেস্ট থ্রি জেনারেশন এ শর্টফিল্মটিকে পুরস্কৃত করেছে। দেশ-বিদেশের মানবাধিকার লঙ্ঘন, ইতিবাচক পরিবর্তন এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়তে প্রভাবিত করে এরকম চলচিত্রকেই এ ফেস্টিভ্যালে পুরস্কৃত করা হয়।
এ বছর ১৪১টি চলচ্চিত্রের মধ্যে ১১ টি চলচ্চিত্রকে নির্বাচিত করা হয়। যার মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র চলচিত্র রওনাকুর সালেহীনের, এইচআইভি গার্ল। ১১ টি চলচ্চিত্রের মধ্যে দর্শক পছন্দেও পুরস্কার জেতে রওনাকুরের এই চলচ্চিত্রটি।
এ ব্যাপারে রওনাকুর সালেহীন এশিয়ান টিভি অনলাইনকে বলেন, কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার অর্জনের বিষয়টি একজন নির্মাতার জন্য অনেক আনন্দের। এবস্ট্রাক এবং এবিউস ফটো পেইন্টিং পোর্ট্রেটভিত্তিক নির্মিত আমার এই চলচ্চিত্রের মাধ্যমে ছোট একটা বার্তা দেয়া হয়েছে। দেখানো হয়েছে মানুষ শরীরে নানা রোগ নিয়েও বেঁচে থাকতে পারে যদি তার মনোবল শক্তি প্রকট থাকে, এমনকি যদি সেই রোগ এইচআইভিও হয়।
এ সময়ের একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা রওনাকুর সালেহীন। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি চিত্রগ্রাহক, চিত্রনাট্যকার, গীতিকার ও লেখক হিসেবেও তিনি কাজ করছেন। এছাড়া তিনি বিভিন্ন ফিল্ম ফ্যাস্টিভ্যালের ফ্যাসিলেটর ও জুড়ি হিসেবেও কাজ করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available