পরমব্রত ও পিয়া। ছবি : ইনস্টাগ্রাম থেকে
বিনোদন ডেস্ক: টালিউডের বিনোদন অঙ্গনে বেশ কয়েক দিন ধরেই কানাঘুষা চলছিলো সাত পাকে বাঁধা পড়ছেন তাঁরা। নানান আলোচনা আর জল্পনা-কল্পনা শেষে পিয়া চক্রবর্তীকেই বিয়ে করেছেন ভারতীয় অভিনেতা, নির্মাতা ও প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। সমাজকর্মী ও গায়িকা পিয়ার আরও একটি পরিচয় তিনি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী। পরমব্রত এবং অনুপম ২ জনই খুব ভালো বন্ধু ছিলেন। সে হিসেবে ২৭ নভেম্বর বন্ধুর সাবেক স্ত্রীকেই বিয়ে করলেন পরমব্রত।
পরমব্রত ও পিয়া। ছবি : ইনস্টাগ্রাম থেকে
সোমবার দুপুরে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি করে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরম-পিয়া। টলিপাড়ার নতুন এ জুটির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন এবং খুব কাছের বন্ধুরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারের খবর, এদিন তাদের বিয়ের অনুষ্ঠানে স্বল্প পরিসরে নিকট আত্মীয় এবং বন্ধুরা মিলে প্রায় ২৫-৩০ জন উপস্থিত ছিলেন। তাদের জন্য ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি এবং মিষ্টির আয়োজন করা হয়েছিলো।
বিয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি বিয়ের ছবি প্রকাশ করেছেন অভিনেতা। যেখানে টলিউডের নতুন এ জুটিকে দেখা গেছে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায়। স্ত্রীকে উদ্দেশ্য করে পরমব্রত বলেছেন, তাহলে চলো যাই, তুমি আর আমি যখন সন্ধ্যা ছড়িয়ে পড়ে আকাশে...।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থন টাইমসের বারাতে জানা যায়, অনুপমের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তী একজন সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী। একইসাথে তিনি একজন গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবেই তিনি সবারকাছে বেশি পরিচিতি লাভ করেছেন। ২০২১ সালে অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে বদলে যায় তার সে পরিচিতি। এবার পরমব্রতের সাথে গাটছাড়া বেধে নতুন পরিচয়ে পরিচিত হলেন তিনি।
এর আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়। ব্যক্তিজীবনে এই অভিনেতাও ছিলেন ব্যাচেলর। করোনা মহামারি শুরুর দিকে পরমব্রতর সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। লিভ-ইন সঙ্গী প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর সেসময় দূরত্ব বাড়ছিলো ফলে আরও কাছে চলে আসে দুজন। এরপর দেড় বছড়ের বেশি সময় প্রেমের সম্পর্কে ছিলেন তারা। যদিও সেসব বিষয়ে মুখে খুলেননি তিনি। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন এ জুটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available