বিনোদন ডেস্ক: একটি কনসার্টে গান গাইতে সৌদি আরবে যাচ্ছেন দেশেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আগামী ৭ ও ৮ ডিসেম্বর রিয়াদের আল সৌয়াইদি পার্কে অনুষ্ঠিত রিয়াদ সিজন ২০২৩ শিরোনামে কনসার্টে গান গাইবেন ইমরান।
ইমরান ছাড়াও বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেবেন ঐ কনসার্টে।
এ প্রসঙ্গে ইমরান বলেন, আমি প্রথমবারের মতো সৌদি আরবে যাচ্ছি একটি কনসার্টে অংশ নিতে। সৌদি আরবের রিয়াদে যেসব বাঙালিরা বসবাস করেন, যারা আমার গান পছন্দ করেন তারা অবশ্যই কনসার্টে আসবেন। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশে কারো জন্যই কোনো টিকিট লাগবে না।
কনসার্টটি ইন্ডিয়ান কমিউনিটি ও বাংলাদেশ থেকে কয়েকজন মিলে আয়োজন করেছে। কনসার্টে অংশ গ্রহণ করতে দল নিয়ে আগামী ৬ ডিসেম্বর সৌদি আরবের যাবেন ইমরান।
কনসার্ট শেষ করে তিনি আবার ১০ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available