• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৩:৩৯:১০ (24-Jun-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৩:৩৯:১০ (24-Jun-2025)
  • - ৩৩° সে:

শিক্ষা

বাংলাদেশে অক্সফোর্ড-একিউএ’র কার্যক্রম শুরু

১৭ মে ২০২৫ বিকাল ০৫:৫৭:৩০

বাংলাদেশে অক্সফোর্ড-একিউএ’র কার্যক্রম শুরু

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বিশ্বের সবচেয়ে দ্রুত বরধমান ইন্টারন্যাশনাল এক্সাম বোর্ড- অক্সফোর্ড একিউএ। ১৭ মে শনিবার ঢাকায় এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ ও বিশিষ্ট আলোচকগণ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একে একটি বিরাট সম্ভবনাময় সুযোগ হিসেবে অভিহিত করেন।

ঢাকার ওয়েস্টিন হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশের ইংরেজি মাধ্যম স্কুলের তিনশরও বেশী উদ্যোক্তা ও প্রধানরা অংশ নেন। অক্সফোর্ড একিউএ’র বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজার সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড একিউএ’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রু কুম্ব, ট্রেনিং টিম লিডার ম্যাট ম্যকগ্রেগর, ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রেইম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভাগ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এর সঙ্গে অংশীদারিত্বের সঙ্গে কাজ করে অক্সফোর্ড একিউএ। একিউএ যুক্তরাজ্যের সর্ববৃহৎ জিসিএসই ও এ লেভেল পরীক্ষার বোর্ড।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেন, বাংলাদেশে অক্সফোর্ড একিউএ’র কার্যক্রম শুরু দেশের শিক্ষাখাতে একটি বড় পদক্ষেপ। এ দেশের শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরিতে তারা বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে শিক্ষকদের প্রয়োজনীয় ও আধুনিক পাঠদানের উপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ফায়েজ।

অক্সফোর্ড একিউএ’র বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা বলেন, আজকের দিনটি বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। অক্সফোর্ড একিউএ এক্সাম বোর্ড দেশের শিক্ষাখাতে গুণগত পরিবর্তন আনবে। অক্সফোর্ডের বিশ্বস্বীকৃত কারিকুলাম ও পরীক্ষা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উন্নীত করবে।

ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রেইম্যান উচ্চমানের পরীক্ষা গ্রহণে অক্সফোর্ড একিউএ-কে  প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার ঘোষণা দেন।

অক্সফোর্ড একিউএ’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রু কুম্ব বলেন, যুক্তরাজ্যের শিক্ষাখাতে শতবর্ষ ধরে একিউএ’র অসাধারণ এবং অনবদ্য ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর শিগগিরই এর ইতিবাচক প্রভাব দেখা যাবে। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার কাজে অক্সফোর্ড একিউএ ভূমিকা রাখতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, অক্সফোর্ড একিউএ বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার অপেক্ষায় রয়েছে।

শিক্ষাবিদ, শিক্ষক এবং প্রশিক্ষকদের জন্য প্রতিযোগিতামূলক ও গতিশীল প্রশিক্ষণ আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান অক্সফোর্ড একিউএ’র ট্রেনিং টিম লিডার ম্যাট ম্যকগ্রেগর।

যুক্তরাজ্যভিত্তিক অক্সফোর্ড-একিউএ বিশ্বব্যাপী জিসিএসই এবং এ লেভেল শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা এবং কর্মক্ষেত্রের জন্য উপযোগী করে গড়ে তুলতে ভূমিকা পালন করছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যমুনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
২৪ জুন ২০২৫ বিকাল ০৩:০৭:০৯