নিজস্ব প্রতিবেদক: এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মাইজভাণ্ডারী অ্যাকাডেমির গবেষণা ও প্রকাশনা উইংয়ের উদ্যোগে বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল মঙ্গলবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলমের সঞ্চালনায় ‘মাকাসিদুশ শরিয়াহ’ শীর্ষক সংলাপে প্রবন্ধ উপস্থাপন করেন সাদার্ণ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নুরুন্নবী আযহারী, হযরত আলী শাহ্ (রহ.) জামে মসজিদের খতিব মোহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আযহারী এবং এমফিল গবেষক অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল।
আলোচনায় অংশগ্রহণ করেন মাদ্রাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, আল মোস্তফা ইনস্টিটিউটের পরিচালক হাসান মুহাম্মদ শরফুদ্দীন এবং সৈয়দ মোহাম্মদ সাখাওয়াত। মাইজভাণ্ডারী অ্যাকাডেমির সদস্যদের মধ্যে মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মুহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আকিব, মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাকাসিদুশ শরিয়াহ বলতে শরিয়াহর উদ্দেশ্য বা লক্ষ্যসমূহকে বোঝানো হয়। এটি ইসলামী আইন ও শরিয়াহর এমন একটি মৌলিক ধারণা, যা ইসলামী বিধি-বিধানের পেছনে নিহিত মূল দর্শন ও কল্যাণমূলক উদ্দেশ্যকে ব্যাখ্যা করে। এটি ইসলামী আইনের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে এবং এটি শুধু বাইরের বিধান নয় বরং ভিতরের উদ্দেশ্য অনুধাবনের সুযোগ দেয়। এটি ইজতিহাদ ও ফতওয়া প্রদানে সহায়ক। নতুন সমস্যার সমাধানে যখন স্পষ্ট দলিল পাওয়া যায় না, তখন মাকাসিদের আলোকে সমাধান খোঁজা হয়। এটি প্রমাণ করে যে ইসলামী আইন মানব কল্যাণকামী একটি ব্যবস্থা। মূলত শরিয়াহর উদ্দেশ্য জানলে চরমপন্থা এড়ানো যায় এবং ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available