• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:২৮:০৬ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:২৮:০৬ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

আইকনিক পার্সোনালিটি হিসেবে ডা. সাকিরা নোভার ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড অর্জন

২৯ জুলাই ২০২৫ সকাল ১১:১০:২৫

আইকনিক পার্সোনালিটি হিসেবে ডা. সাকিরা নোভার ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড অর্জন

অনলাইন ডেস্ক: ভিন্ন ভিন্ন পেশাগত ক্ষেত্রে অত্যন্ত সফল এবং ব্যক্তিত্বসম্পন্ন নারী ডা. সাকিরা নোভা ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৫ এ আইকনিক পার্সোনালিটি খেতাবে ভূষিত হয়েছেন।

২৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশন অডিটোরিয়ামে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, ইউ এস বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা রুহিত সুমন।

উল্লেখ্য, ডা. সাকিরা নোভা একাধারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, উপস্থাপক, আবৃত্তিশিল্পী, লেখক এবং সংগীত শিল্পী। শিশুকাল থেকেই সাহিত্য ও সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত নোভা। বর্তমানে তিনি হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা সেবা প্রদান করছেন দেশের একটি বিশ্বমানের মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার কনকর্ডে কনসালটেন্ট পদে। পাশাপাশি দেশের অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রেখে চলা অন্যতম প্রতিষ্ঠান টেলিলিংক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

এর আগে তিনি লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন এবং মিনিস্ট্রি অব পাবলিক হেল্থ এর যৌথ প্রকল্পে আফগানিস্তানের কাবুলে টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিস্ট পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতে উচ্চ পদে কাজ করেছেন দীর্ঘদিন।

তার লেখা কাব্যগ্রন্থ ‘উইমেন হু আনডিফিটেড’ প্রকাশিত হয়েছে ২০২৫ এর গ্রন্থমেলায়। বইটি বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে সমাদৃত হয়েছে। সম্প্রতি তার লেখা ইংরেজি কবিতা গ্রিসের জনপ্রিয় ম্যাগাজিন পলিশ, ইউরোপিয়ান পোয়েট্রি এবং ইতালির জনপ্রিয় পত্রিকা আলেসান্দ্রিয়া টুডে-তে প্রকাশিত হয়েছে।

তিনি টানা এক যুগেরও বেশি সময় চ্যানেল আই, এটিএন বাংলা, এটিএন নিউজ, একুশে টিভি, এস এ টিভি, দেশ টিভি, এশিয়ান টিভি-সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাস্থ্য ও সংগীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ধারাবাহিকভাবে হেলথ শো করেছেন, যা এসএ টিভিতে সম্প্রচারিত হয়েছে।

বতর্মানে তিনি মিলিনিয়াম টিভি ইউএসএ-তে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেছেন। অতি সম্প্রতি নিউজিল্যান্ডের খ্যাতনামা ওয়ালিংটন জার্নালের ডিজিটাল  slot এ তার গাওয়া রবীন্দ্রসঙ্গীত স্থান পেয়েছে, যেখানে অন্যান্য প্রতিভাবান স্বনামধন্য ব্যক্তিদের অভিষেক ঘটে।

তিনি ক্রীড়াঙ্গনেও চিকিৎসক হিসেবে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেডিকেল কমিটির সাবেক সদস্য তিনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক তিনি স্পোর্টস মেডিসিন এ উচ্চতার প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কর্তৃক স্বীকৃত তিনিই বাংলাদেশের প্রথম নারী স্পোর্টস মেডিসিন এক্সপার্ট। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিকেল কমিটির সাবেক সদস্য এবং টিম ফিজিশিয়ান।

বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং ক্যাম্পে ক্রীড়াবিদদের ফিটনেস সার্টিফিকেট  এবং সরাসরি খেলার মাঠে চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি ভারতের কলকাতা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী ফুটবল প্রতিযোগিতায় নারী ক্রীড়াবিদদের  চিকিৎসা সেবা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া পর্ষদ কর্তৃক সম্মাননা পান।

তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। রোটারিয়ান ডা.সাকিরা নোভা দেশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করে চলেছেন অবিরত। তিনি কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়েও কাজ করেছেন। নেপালের কাঠমান্ডুতে এ সম্পর্কিত একটি কি নোট পেপার উপস্থাপন করেন, যা নেপালের পত্রিকা ‘দি হিমালয়া’তে প্রকাশিত হয় ।

নোভা ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জননী । 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একুশে পদকের মনোনয়ন প্রস্তাব আহ্বান
২৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৩০