নিজস্ব প্রতিবেদক: এলথ্রিএডির উদ্যোগে ঢাকায় ২৭ জুলাই শনিবার দিনব্যাপী ডিজিটাল ইনোভেশন সামিট অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা পাচারের বিপরীতে ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব’ শীর্ষক এ সামিটে দেশ-বিদেশের কয়েকশ ব্যবসায়ী, প্রধান নির্বাহী, প্রযুক্তিবিদ, উদ্যেক্তা ও বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। এতে ১৫টি নির্বাচিত স্টার্ট আপ প্রকল্প সরাসরি উপস্থাপন করা হয়।
এতে বক্তারা বলেন, মেধা পাচারের বিকল্প হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীরা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বিশেষ করে সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ এবং নানা দক্ষতায় অর্জিত জ্ঞানের মাধ্যমে বাংলাদেশের বিপুল যুব সমাজকে মানব সম্পদে পরিণত করা সম্ভব। আয় করা সম্ভব শত শত কোটি ডলার।
এলথ্রিএডির প্রধান নির্বাহী আফনান আহমেদ চৌধুরী বলেন, এটি একটি বৈশ্বিক উদ্যোগ যা প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি নেতাদের বাংলাদেশের ডিজিটাল স্টার্ট আপ ও ব্যবসা উদ্যোগের সঙ্গে সংযুক্ত করছে। এটি সফল ভাবে সম্পন্ন করেছে তার ফ্ল্যাগ শিপ ইভেন্ট লিড ডিজিটাল ইনোভেশন সামিট।
আলোচনায় অংশগ্রহণ করেন বিএসসিএলের প্রধান নির্বাহী ইমাদুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মহাপরিচালক কমোডর (অব) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ, বি ডাটার মহাপরিচালক ড. শোর ফুল ইসলাম, এসশিউর টেকের হেড অব সাইবার সিটিউরিটি রুবাইয়াত আখতার, ইভোটেক এসইর রিসার্চ অ্যাসোসিয়েট ড. সাদমান সাকিব, এনএইচ ইংল্যান্ডের হেড অব বিআই মোহাম্মদ আবসার, টেকনোলজি ও ভেঞ্চারের ডিরেক্টর নাসিকুল ইসলাম, শপআপের প্রধান নির্বাহী মো. জিয়াউল হক ভূঁইয়া, প্রাভা হেলথের প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন ইমন, বিশিষ্ট উদ্যেক্তা ওমর আল জাবির, রাইসুল কবির প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কান্ট্রি হেড ও পরিচালক মোহাম্মাদ আলি। অপরদিকে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহান মোহাম্মাদ উদদীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য শিল্প উদ্যোক্তা, এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান ও ইবিএফসিআইয়ের সিনিয়র পরিচালক সালাউদ্দিন চৌধুরী এবং তরুণ নারী উদ্যোক্তা, স্টাইলিশ গার্মেন্টসের এমডি ও ইবিএফসিআইয়ের পরিচালক মিশা চৌধুরী ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available