• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৩:৪৩ (29-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৩:৪৩ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

২ মার্চ ২০২৪ বিকাল ০৫:৩৮:৪৭

ফরিদপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং জেলা প্রশাসনে উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। মেলায় ৩৫টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন।

১ মার্চ শুক্রবার শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে বেলু উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি এ.কে আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ.কে আজাদ বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করে তোলা গেলে এ খাতে বেশি উন্নয়ন হবে। আমরা বিশ্বাস করি শুধু শিল্প খাত নয়, আগামী কয়েক বছরের মধ্যে সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, ফরিদপুর বিসিক শিল্প নগরিকে সক্রিয় করতে হবে। প্রয়োজনে ওই সকল উদ্যোক্তাদের সহযোগিতা করে দাড় করাতে ভূমিকা রাখতে হবে। তবেই এ জাতীয় উদ্যোগ সফল হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক অঞ্চলিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন, বিসিক কর্মকর্তা মানছুরুল করিম প্রমুখ ।

মেলায় ৩৫টি স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি পিস, হস্ত ও কুটির শিল্পজাতের বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রি করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







তীব্র গরমে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক
২৯ এপ্রিল ২০২৪ সকাল ০৯:১২:৫৫